অপরাধ একটি সামাজিক ব্যাধি। এটা সমাজ ও আইনের চোখে অন্যায় । সুস্থ সমাজ ব্যবস্থা চালু রাখার জন্য অপরাধ দমন ও নিয়ন্ত্রন করা আবশ্যক। অনেক ক্ষেত্রে শাস্তি অপরাধ প্রতিরোধে সহায়ক না হয়ে অপরাধ বিস্তারে সহায়ক হয়। এই অবস্থার প্রেক্ষিতে অপরাধ-বিজ্ঞানীগণ মনে করেন শাস্তির পরিবর্তে গঠনমূলক সংশোধনের ব্যবস্থাই অপরাধীর চরিত্র সংশোধন করতে পারে। ডাইভারশন প্রাপ্ত শিশু/প্রবেশনারের প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।
এরই অংশ হিসেবে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কর্তৃক ডাইভারশন প্রাপ্ত শিশু/প্রবেশনারের প্রশিক্ষণ যেমন কাউন্সিলিং, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং জীবন দক্ষতা উন্নয়ন, ইলেকট্রিক এন্ড হাউস ওয়ারিং, সহায়ক উপকরণ প্রদান ও পুনর্বাসনের প্রয়োজনীয় উপকরণ প্রদান করেলে নিজ সম্পর্কে জানতে পারতে, নৈতিকতা বৃদ্ধি পাবে, পুনরায় অপরাধ করার প্রবনতা কমে যাবে, জীবন দক্ষতা বৃদ্ধি পাবে, কাজ করার ইচ্ছা ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি উপকরণ প্রদান ও পুনর্বাসনের প্রয়োজনীয় উপকরণ প্রদান করলে ডাইভারশন প্রাপ্ত শিশু/প্রবেশনাররা দক্ষ, কর্মক্ষম, স্বাবলম্বী তথা জনসম্পদে পরিণত হবে। এ কার্যক্রমটি সহজেই অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। এতে ‘প্রবেশন এন্ড আফটার কেয়ার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্র বৃদ্ধি পাবে। এরই প্রেক্ষাপটে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কর্তৃক ডাইভারশনপ্রাপ্ত শিশুদের প্রশিক্ষণওপুনর্বাসন কার্যক্রমটি হাতে নেয়া হয়েছে।
প্রবেশন কার্যালয়, কোর্ট ভবন, ময়মনসিংহ
ক্র নং |
সাধারন তথ্যাবলী |
|
১ |
নাম, পদবী ও কর্মস্থল |
মোঃ আসাদুজ্জামান, প্রবেশন কার্যালয়, কোর্ট ভবন ,ময়মনসিংহ। |
২ |
মোবাইল ও ইমেইল |
মোবা-০১৭৫০৫৭৩৭১০ ই-asadujjamanusso@gmail.com |
|
প্রস্তাবনা |
|
৩ |
আইডিয়ার নাম |
অপরাধীসংশোধনওপুনর্বাসনসমিতিকর্তৃকডাইভারশনপ্রাপ্তশিশু/প্রবেশনারেরপ্রশিক্ষণওপুনর্বাসন |
৪ |
সারাংশ |
অপরাধ একটি সামাজিক ব্যাধি। এটা সমাজ ও আইনের চোখে অন্যায় । সুস্থ সমাজ ব্যবস্থা চালু রাখার জন্য অপরাধ দমন ও নিয়ন্ত্রন করা আবশ্যক। অনেক ক্ষেত্রে শাস্তি অপরাধ প্রতিরোধে সহায়ক না হয়ে অপরাধ বিস্তারে সহায়ক হয়। এই অবস্থার প্রেক্ষিতে অপরাধ-বিজ্ঞানীগণ মনে করেন শাস্তির পরিবর্তে গঠনমূলক সংশোধনের ব্যবস্থাই অপরাধীর চরিত্র সংশোধন করতে পারে। অপরাধীসংশোধনওপুনর্বাসনসমিতিকর্তৃকডাইভারশনপ্রাপ্তশিশু/প্রবেশনারেরপ্রশিক্ষণওপুনর্বাসনের মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। |
৫ |
যৌক্তিকতা |
অপরাধীসংশোধনওপুনর্বাসনসমিতিকর্তৃকডাইভারশনপ্রাপ্তশিশু/প্রবেশনারেরপ্রশিক্ষণ যেমন কাউন্সিলিং, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং জীবন দক্ষতা উন্নয়ন, ইলেকট্রিক এন্ড হাউস ওয়ারিংপ্রদান করলে নিজ সম্পর্কে জানতে পারবে, নৈতিকতা বৃদ্ধি পাবে, পুনরায় অপরাধ করার প্রবনতা কমে যাবে, জীবন দক্ষতা বৃদ্ধি পাবে, কাজ করার ইচ্ছা ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সহায়ক ওপুনর্বাসনেরপ্রয়োজনীয় উপকরণ প্রদান করলেডাইভারশনপ্রাপ্তশিশু/প্রবেশনাররা দক্ষ, কর্মক্ষম, স্বাবলম্বী তথা জনসম্পদে পরিণত হবে। এ কার্যক্রমটি সহজেই অপরাধীসংশোধনওপুনর্বাসনসমিতির মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। |
৬ |
সুবিধাভোগী |
ডাইভারশনপ্রাপ্তশিশু, প্রবেশনার ও আইনের সংঘাতে ও সংস্পর্সে আসা শিশু। |
৭ |
ফলাফল |
ডাইভারশনপ্রাপ্তশিশু/প্রবেশনারেরপ্রশিক্ষণযেমনকাউন্সিলিং, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং জীবন দক্ষতাউন্নয়ন, ইলেকট্রিক এন্ড হাউসওয়ারিং প্রদান করলে নিজ সম্পর্কে জানতে পারবে, নৈতিকতা বৃদ্ধি পাবে, পুনরায় অপরাধ করার প্রবনতা কমে যাবে, জীবন দক্ষতা বৃদ্ধি পাবে, কাজ করার ইচ্ছা ও কর্মক্ষমতা বৃদ্ধিপাবে। |
প্রবেশনকার্যালয়, কোর্টভবন, ময়মনসিংহ:
সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচির মধ্যে ‘প্রবেশন এন্ড আফটার কেয়ার কার্যক্রম’অন্যতম। বর্তমানে ৬ টি সিএমএম কোর্টসহ ৬৪ টি জেলায় সর্বমোট ৭০টি ইউনিটে একার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা পর্যায়ে ৭০জন প্রবেশন অফিসার ছাড়াও সকল উপজেলা সমাজসেবা অফিসার এবং বিভাগীয় জেলার শহরসমাজসেবা অফিসারগণ প্রবেশন অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
কার্যালয়ের অবস্থান:
সমাজসেবা অধিদফতরের আওতাধীন প্রবেশন কার্যালয় টি ময়মনসিংহ সদরে জিরো পয়েন্ট, কাচারি রোড সংলগ্ন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর ৯ম তলায় ৯০৫ নম্বর রুমে অবস্থিত। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের ১২২ নং রুমে পুরাতন প্রবেশনকার্যালয় অবস্থিত।
প্রবেশন কার্যালয়, কোর্ট ভবন, ময়মনসিংহ এর জনবলেরতথ্যাদি:
ক্র নং |
কার্যালয়ের নাম |
পদের নাম |
পদ সংখ্যা |
কর্মরত কর্মকর্তা/ কর্মচারীর নাম |
মন্তব্য |
||
অনুমোদিত |
কর্মরত |
শুন্য |
|||||
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১ |
প্রবেশন কার্যালয়, কোর্ট ভবন, ময়মনসিংহ |
প্রবেশন অফিসার |
১ |
১ |
০ |
মোঃ আসাদুজ্জামান |
|
২ |
অফিস সহায়ক |
১ |
১ |
০ |
রানা চন্দ্র দে |
|
|
৩ |
শিশু সুরক্ষা সমাজকর্মী |
১ |
১ |
০ |
রুমা আক্তার |
|
গৃহীত কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য ধাপসমুহ:
1.০ অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, ময়মনসিংহ এর সাধারণ ও কার্যনির্বাহী পরিষদ এর সভা:
#গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব পাস হয়।
#প্রবেশনার ও ডাইভারশন প্রাপ্ত শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রস্তাব পাস ও অনুমোদন হয়।
২.০ গঠনতন্ত্র সংশোধন ও অনুমোদন:
ডাইভারশন প্রাপ্ত শিশুদের মাঝে সচেতনতা তৈরি ও সহায়ক উপকরণ বিতরণ:
দেখেছে আলোর পথ, থাকিবে নিরাপদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডাইভারশন প্রাপ্ত ১০০ জন শিশুকে মামলা থেকে নিষ্পত্তি শেষে আর যাতে নতুন করে মামলায় জড়িয়ে না পরে সেলক্ষ্য সচেতনতা তৈরি ও উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
# এসময় ডাইভারশন প্রাপ্ত শিশুদের মাঝে উপকরণ (একটি করে জায়নামাজ, কুরআন শরীফ, নামাজ শিক্ষা বই ও টুপি) বিতরণ করা হয়।
# এসময় বিজ্ঞ সিনিয়র জেলা জজ, ময়মনসিংহ মহোদয়, বিজ্ঞ জেলা জজ (নারী ও শিশু) আদালত, ময়মনসিংহ মহোদয়, বিজ্ঞ সিজেএম ময়মনসিংহ মহোদয় সহ অন্যান্য বিচারকবৃন্দ, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ মহোদয় শিশুদের বিভিন্ন উপদেশ মূলক কথা বলেন।
# শিশুরাও শপথ নেন ভবিষ্যতে তারা আর অপরাধে জড়াবে না।
# উপকরণ বিতরণ শেষে শিশুদের মাঝে মিষ্টিমুখ করানো হয়।
প্রবেশন কার্যালয়, ময়মনসিংহ যেন হয়েছে বিকল্প শিশু আদালত:
শিশু আদালত, ময়মনসিংহ থেকে পাওয়া মোট ডাইভারশন সংখ্যা ৬১২ ( ছয়শত বার)। হত্যা, ধর্ষণ, বড় ধরনের গুরতর অপরাধ ছাড়া সব শিশু মামলা এখন ডাইভারশনে শিশু আদালত, ময়মনসিংহ থেকে প্রবেশন কার্যালয়, ময়মনসিংহে পাঠানো হচ্ছে। যার মধ্যে ১২৬ টি শিশুর বিরোধ মিমাংসা ও অঙ্গিকার শর্ত পূরণের মাধ্যমে ৫৭৫ টি মামলা খারিজ হয়েছে। অন্য ১৩৭টি মামলার কাজ চলমান রয়েছে। এতে শিশু মামলার জট কমছে। প্রবেশন কার্যালয়, ময়মনসিংহ যেন হয়েছে বিকল্প শিশু আদালত। প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও জনবল পেলে এ কার্যক্রম প্রবেশন তথাসমাজসেবা অধিদফতরের ভাবমূর্তি উজ্জ্বল করবে ইনশাআল্লাহ।
অপরাধ-বিজ্ঞানীগণ মনে করেন শাস্তির পরিবর্তে গঠনমূলক সংশোধনের ব্যবস্থাই অপরাধীর চরিত্র সংশোধন করতে পারে। ডাইভারশন প্রাপ্ত শিশু/প্রবেশনারের প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।
এরই অংশ হিসেবে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কর্তৃক ডাইভারশন প্রাপ্ত শিশু/প্রবেশনারের প্রশিক্ষণ যেমন কাউন্সিলিং, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং জীবন দক্ষতা উন্নয়ন, ইলেকট্রিক এন্ড হাউস ওয়ারিং, সহায়ক উপকরণ প্রদান ও পুনর্বাসনের প্রয়োজনীয় উপকরণ প্রদান করেলে নিজ সম্পর্কে জানতে পারতে, নৈতিকতা বৃদ্ধি পাবে, পুনরায় অপরাধ করার প্রবনতা কমে যাবে, জীবন দক্ষতা বৃদ্ধি পাবে, কাজ করার ইচ্ছা ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি উপকরণ প্রদান ও পুনর্বাসনের প্রয়োজনীয় উপকরণ প্রদান করলে ডাইভারশন প্রাপ্ত শিশু/প্রবেশনাররা দক্ষ, কর্মক্ষম, স্বাবলম্বী তথা জনসম্পদে পরিণত হবে। এ কার্যক্রমটি সহজেই অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। এতে ‘প্রবেশন এন্ড আফটার কেয়ার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্র বৃদ্ধি পাবে। এরই প্রেক্ষাপটে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কর্তৃক ডাইভারশনপ্রাপ্ত শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমটি হাতে নেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস